শুনেছো গালিব -
একটা মিসিং ডায়েরি লেখা হবে
ইচ্ছাকৃত নামের ভুল বানান এবং
বিস্তারিত ভুল ঠিকানা দেয়া থাকবে ।
ইরশাদ ! ইরশাদ !
"তুমি" প্রসঙ্গে ফ্যাসিজমের চর্চা আমাকে খুন করেছে তথাপি সে খবরও গুম করা হয়েছে ব্যক্তিগত স্বার্থে ।
উল্লেখিত স্বীকারোক্তির পর
"রাতভর বৃষ্টি আমাকে ভেজাতে এসেছিলো অথচ নিজেরাই ভিজে একাকার।
তথাপি তোমার গোপন পাপগুলো ধুয়ে ফেলেছে !
ওহ সাকি __গালিবের মতো করে তুমিও কি তোমার গোপন পাপগুলো গেয়ে শোনাতে পারোনা আমাকে ?
মুখ্যত আমার কাছেই !
_ পাপ _
সামিহা ইসলাম
আঠারো ।। আট।। চব্বিশ