শুধু তোমায় ভালোবেসেছিলাম,
অভিনয় ছিল না কোথাও, একটুও নয়।
আমার শহরের প্রতিটা দেয়াল,
যেখানে ছিল শূন্যতার নিঃশ্বাস,
সেখানে আমি লিখেছি তোমার নাম,
তোমার স্মৃতি, আমাদের গল্প।

আকাশে আজও দেখা যায়,
এত এত তারার ভিড়ে তোমার মায়াবী মুখখানা—
শহরের বাতাসে মিশে আছে
তোমার সেই কণ্ঠস্বর,
যা আমায় শক্তি দিত,
জীবনের প্রতিটি পথে।

আমার পুরো পৃথিবীই ছিল তোমার দখলে,
তুমি চলে গেলে,
আমি পালিয়ে এসেছি বাস্তবতা থেকে,
নিজেকে শান্ত করার চেষ্টায়,
কিন্তু কি লাভ?
তবুও তোমার স্মৃতির আশ্রয়ে
বুনে চলি দিন।

ভাবছো ভুলে যাব?
না, ভুলবো না কোনোদিন।
শহরের প্রতিটি কোণায়
আমাদের স্মৃতি আঁকা আছে,
লেখা আছে একে অপরকে বলা যত অনুভূতি
যা মুছে ফেলার জন্য
এক জন্ম তো দূরের কথা,
হাজার জন্মও কম পড়ে যাবে।