তুমি আছো বলে ভরসা পাই,
চলতে-ফিরতে পড়ে যাই
তবু এমনি এমনি টিকে থাকি রোজ।
তুমি আছো বলে ইচ্ছে ডানা উড়ে
বলিষ্ঠ ভরসা আমার
পৃথিবী জুড়ে।
তুমি আছো বলে
আমি সাহসী মানুষ
সবকিছু শেষ তবু
আশা ধরে রাখি।
তুমি আছো বলে
অসহ্য কষ্টরাও কিছু না
ভুলের মধ্যেও সব ঠিকঠাক;
শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক।
তুমি আছো বলে
দিন রাত এক করে দেই
ভালো থাকার যুদ্ধে
তুমি আছো বলে
ভালো থাকি আমি।