তুমি কি চিল?
বিশাল বিশাল পাখনা গজিয়েছে??
এত উড়া উড়ি কিসের শুনি?
কিচ্ছুতেই বুঝিনা।
এত প্লেন ক্রাশ হয়!
অথচ তুমি বহাল
তবিয়তে!!
মাটিতে তো নামতে হবে।
যতই তুমি
সাত আসমানে উড়ো।
সেদিন প্রথম চান্সে
কাঁচি দিয়ে তোমার পাখনা
কাটবো।
উহু
এখানেই শেষ নয়;
পা কাটবো হাঁটু পর্যন্ত
আঙুলও; ছেঁটে দেবো কি? বলো!?
আই ফোন আই প্যাড ল্যাপটপ,
চোখ নষ্টের কারখানা;
চোখ তোমার
দরকারই বা কি!?
সেগুলো কোন জন্মান্ধকে
দান করো,
কিছু পুন্য হোক।
আমায় দেখবার জন্য
মনের চোখই যথেষ্ট।