প্রতিটা মিনিটে মিনিটে  
সেকেন্ডে সেকেন্ডে  
তোমাকে ভাবতে ভাবতে
ধূসর দিনগুলো শুরু হয়।  
দিন অতিবাহিত হয়।
দিন দৌড়ায়;  
আমি থেমে থাকি।
  
তুমি কিন্তু থেমে নাই প্রিয়।  
সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছো,
এত দ্রুত দৌড় তোমার!  
বিশ্রামহীন!!  
ক্লান্ত লাগেনা?
নিঃশ্বাস বন্ধ হয়ে আসেনা?
বুক ভারী হয় না?
মাথা ব্যাথা করে না?
একা লাগে না?
কান্না আসেনা?
এত রিস্কি দৌড়ে আহত তো হতে পারো!  
মরেও যেতে পারো!  
ভয় হয় না?

এত মনের জোর তোমার!  
কোত্থেকে পাও প্রিয়?
আমাকে দেখো;
আমার মনের জোর তুমি।
  
তুমি আছো!  
এই শব্দ দুইটার উপর নির্ভর করে
আমি রোজ ঘুম থেকে উঠি;
রোজ তোমার মতনই
ছুটতে চেষ্টা করি।

কিন্তু আমি ক্লান্ত হই খুব।
নানা কারনে ক্লান্ত হই;
তুমি পাশে না থাকায় ক্লান্ত হই।  
তোমায় অযুত নিযুত বছর দেখিনা বলে ক্লান্ত হই।  
আমার সমস্ত পৃথিবী তুমি বলে ক্লান্ত হই।
প্রতিনিয়ত রোগ শোকে ক্লান্ত হই ।
দিন দিন পরাজিত হচ্ছি বলে ক্লান্ত হই।

একটা কথা বলি?
এই জগতে তোমাকে আর পাবার আশা করিনা।
মরনের পড়ে কি হবে তাও ধারনার বাইরে
আমাদের কবর পাশাপাশি হলে কেমন হবে প্রিয়?
দূরত্ব কমে যাবে না?