যুবক
আমার প্রতি আজকাল
সত্যি সত্যি ভালোবাসা হইছে নাকি?
না মুখে মুখে বলতেছো?
মুখে মুখে বললে
আমি যে বুইঝা যাবো ব্যাপারটা
সেইটা কি তোমার বুঝে আসে না?
বুঝে আসলে ভালো
না আসলে বলতো দেখি
পানির গ্লাসটা অর্ধেক ভরা না খালি?
যদি অর্ধেক খালি বলো তাইলে কিন্তু
মনোবিজ্ঞানীর মতন বলবো না তুমি হতাশাগ্রস্থ যুবক,
অর্ধেক ভরা বললেও কাজ হবেনা।
বলবো ওইটাই যেইটা আমার মনে আসে।
আমারে বোকা ভাইবো না।
আমারে চালাক ও ভাইবো না।
যেইটা ভাববা সেইটাই তোমার ভুল হবে গো।
আমি তো শুধু দড়িরে সাপ দেখি তাই'ই না।
আমি তোমার মনের সাপ ও দেখি
সুয়া চাঁন পাখি উইড়া উইড়া তোমার পাখনা
তোমারে আর কতদুরই বা নিবে?
আমি তো আর অন্ধ না বোঝই তুমি।
দুই জোড়া চক্ষু কিন্তু আমারও আছে,
সেই চক্ষু দিয়া আমি সেন্টমার্টিনের;
টলটলা নীল সবুজ পানি দেখি ঘরে বইসা।
সেই চক্ষু দিয়া আমি চিলের উড়াউড়ি দেখি;
পঁচা গলা আহারের অসৎ উদ্দেশ্য তাদের।
আবার;
সেই চক্ষু দিয়া আমি তোমারেও দেখি,
রাত জেগে নেটে বইসা কি করো মিয়া?
মাথায় লাল গামছা পেঁচাইয়া?