তোমার ছিল খামখেয়ালির ছল,
আমার চোখে চোখ ধাঁধানো ঘুড়ি,
এখন আমার দুচোখ ভরা জল,
আমি তোমার ফেলে দেওয়া নূরি।

তোমার মুখখানি চোখে ভাসে আজও,
আমি তোমার অবহেলার কাঁটা,
স্মৃতিগুলো আঁকড়ে ধরে মন,
জমকালো তুমি, আমি সাদামাটা।

চাইলে তুমি চাঁদটা দিতে পেড়ে,
গর্বে আমার ভরে যেত মন,
ভাবতাম, এত ভালো বুঝি হয়!!
কেমন ভাগ্যে জোটে এমন জন।

তবু তুমি একমাত্রই প্রিয়
মাথা ভর্তি দুঃখে ভরা এলেমেলো চুল।
অমানিশার অন্ধকারে হারিয়ে যাওয়া স্মৃতি
তুমি আমার একটি মাত্র ভুল।