দুনিয়াদারি খাঁপ ছাড়া লাগে;
মনেহয় এই জগত সংসারে
আমাকে দরকার নাই কারো কোন কাজে।

খড়গোসগুলার মতন নরম আমার মন;
কাকের মতন‌ দেখতে আমার মন;
মানুষের চোখে ভালো বলে কিছু নাই কারো;
নিজের বাদে।

সময়ের সাথে;
পথের সাথে;
হুসহাস গাড়ির সাথে
চলতে না পারা আমি।
আমি কোথায় যাবো?

এ জগত সংসারে জায়গা নাই আমার
অতীত কিংবা বর্তমানের কোন
অংশে।