গতকাল দেখলাম সে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে,
কথাও বললাম—
"কেমন আছেন?"জবাবে
বললো, "ভালো আছি।"
আজ থ হয়ে শুনি,
সে আর এই ভুবনে নাই।

এত সহজ কেন মানুষের মৃত্যু?
এইভাবে কথা বলতে বলতেও
মানুষ চলে যায়।
যে মুখে ছিল হাসির ঝিলিক,
সেই মুখ আজ নিশ্চুপ, স্থির।

কিছুক্ষণ আগেও ছিল প্রাণের স্পন্দন,
এখন শুধুই নিস্তব্ধতা—
এই নিঃশব্দ প্রস্থান,
এত সহজে,
এত দ্রুত কেন ঘটে যায়?

জীবন যেন একটা নাটাইয়ের সুতো,
ছিঁড়ে গেলেই ঘুড়ি উড়ে যায়,
চিরতরে অজানায়।
কিছুই বুঝে ওঠার আগেই।

বেঁচে থাকা মানে কি শুধু মৃত্যুর
জন্য অপেক্ষা নয় কি?