এই যে দিনগুলো একে একে চলছে
বিদ্যুতের গতিতে,
রিখটার স্কেল নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প;
টর্নেডো; সাইক্লোনের মতন
অসহ্য ধাক্কা দিচ্ছে এ জীবন।
এইগুলো আসলে একসময় কিছু থাকবে না
শুধু বিলীন হবো আমরা।

ভেসে যাব অন্ধকারে
সীমাহীন দুর্ভাগা বর্তমানকে নিয়ে।
জীবনের তীব্র তাপদাহে পুড়তে পুড়তে
আগুনের জলোচ্ছ্বাসে।

আমরা সহ্য করি
ডুবি ভাসি
জলে স্থলে  
তারপর;

আমার বোনের মত;
আমার বাবার মত;
আমার সদ্য চলে যাওয়া ভাইয়ের মত
জীবনের সমস্ত ক্লান্তি চোখে নিয়ে
ঘুমাবো
চিরকাল
ভূগর্ভে
অন্ধকারে একা।

তখন কে ফেলবে চোখের জল
আমার কথা ভেবে!


বিঃদ্রঃ সম্প্রতি আমার ভাইয়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারছি না।