আমরা চেয়ে থাকি,
নিঃশব্দ সন্ধ্যায়।
গাছ থেকে ঝরে পড়া পাতা,
উড়িয়ে দেয় বাতাস,
নিঃস্বার্থে নিঃশ্বাসে।

শীতের সন্ধ্যায়,
নিয়নের আলো ছড়ায় মায়া।
চাঁদের অনুপস্থিতি,
আলো-অন্ধকারে গভীর।

দূরে ভেসে আসে পুরোনো সুর,
কোথাও বাজে বিষণ্ণ গান।
পথচলার ক্লান্তি নিয়ে,
পথিকেরা ছুটে চলে নিজ ঠিকানায়।

আমরা স্থির
সমুদ্রের গভীরে যাওয়ার
অস্থিরতায়
স্কুবা ড্রাইভের নিরাপদ ভ্রমণে।

হাতের মুঠোয় অস্পষ্ট রেখা,
আমরা তাকিয়ে থাকি,
ব্যস্ত রাস্তায়।

আমাদের হাসিমুখে,
হারানোর যন্ত্রণা,
আমাদের স্পর্শহীন অনুভব,
দূর যাত্রার গন্তব্যে ফেরা।

তবু আমরা মগ্ন থাকি
অনাদিকালের প্রেমে,
আমরা দাঁড়িয়ে থাকি,
ভালোবাসায়।
আমরা দাঁড়িয়ে থাকি,
অপেক্ষায়।