আকাশের শুভ্র সাদা মেঘগুলো
নীল সাদা রং ধারন করে;
বাতাসে ভাসছে সৃষ্টি লগ্ন থেকে।
পৃথিবীর সূর্য ওঠা অস্ত যাওয়াও
একই সিস্টেমে বহাল আছে,
কিছুরই পরিবর্তন নাই।
রোজকার স্টেটমেন্ট
ব্যান্ডবক্সে ওয়াশ করিয়েও
অপবাদ হাইলাইট।
মৃত সরীসৃপেরা আরও ঘৃণিত
যখন মরে, দুর্গন্ধ ছড়ায়।
এছাড়া আর কি হতে পারে
এই এক সহায়হীন
দুর্বল ভাগ্যহীন জীবনে।