মাথার ভেতর মস্তিস্ক বলে কিছু নাই আর  
আছে সমস্যা
আছে বেদনা
আছে বিপদ
আছে বিরক্তি।

আছে ভুল মানুষের কর্মকাণ্ড;  
চারপাশে চার ধারে।  
ঘুরে ঘুরে উড়ে সেগুলো মেঘের মতন,
উড়ছে রোজ চিলের ডানায়।

উড়তে উড়তে
থামে;
হাঁটে;
হাঁটতে হাঁটতে দাঁড়ায়;
দাঁড়িয়ে দাঁড়িয়ে
গোলকধাঁধায় বন্দী করে আমায়,  
যথেষ্ট তীব্র গতিতে।

এইভাবে
এইখানে
রোজ
কষ্টে সৃষ্টে
কাটে ;
আজীবন যাবজ্জীবন  
কারাদণ্ডের জীবন।