তুমি আমার ছায়া হয়ে
পাশে পাশে থাকবে কয়েকদিন?  
ভয় হয় আমার।
অন্ধকারে ছায়াও নাকি মুছে যায়?
তুমিও মুছে যাও যদি ;
সেই ভয়ে আমি রাত জেগে থাকি
ভালোবাসা পাহারা দেই।


পাহারা দিতে দিতে
আমি শক্তিহীন ভরহীন ভারসাম্যহীন;
মাথা কাজ করে অকেজোর মতন।
পেঁচার মতন নাক মুখ চোখ লুকিয়ে
পড়ে থাকি মানুষের মাঝে।
তারা সব দেখে
আমি ভাবি দেখেনা
তাই বলে তোমারেও দেখবনা?


দুরত্তের ভারে আমার কাধ দুটা ভাঙ্গার পথে
সূর্যের দিকে তাকালে চোখ জ্বালা করে,
আমি দিক ভ্রান্ত হয়ে পড়ে যাই পাহাড় থেকে
ঘাড় মাথা হাত পা ভেঙ্গে
নিহত হই লক্ষ কোটিবার।


ছায়া হতে বলেছি  
শত্রু হলে
আমার ভাঙ্গা মন দেখে
এখন তবে খুশি হও।
উল্লাশ করো পৃথিবীর পথে ঘাটে।
এই পৃথিবী তোমাদেরই জন্য।