নারী দিবস করে কি হবে বন্ধু
যদি ফুল,চকলেট এর পরিবর্তে বদনাম ধরিয়ে দাও দুই হাতে?
অত্যাচার অনাদর অবহেলায়
অপমানে ভরা আমাদের নারীদের জীবন!
বাতাসে ধূলার মতন ঠুনকো আমাদের জীবন!
এই আছি এই নাই মধ্যে
অনিশ্চিত আমাদের জীবন।
কিছু না করে হাজারো
অপবাদের কৈফিয়ত দেয়া আমাদের জীবন।
এই জীবনের কীই বা মুল্য আছে বন্ধু
জীবন কত কঠিন একবার
আমাদের দেখো;
প্রতিদিন রান্না ঘরে,
প্রতিদিন বাইরে
অফিস আদালতে পরিশ্রমের পর
দিন শেষে
আমি কত অযোগ্য আর তুচ্ছ
সেই সত্য বানী শুনে শুনে
নাম মাত্র বেঁচে থাকা দিন আমাদের।
আমাদের হাসি কান্না সব অন্যদের হাতে,
বাঁচা মরা সব পরিবারের হাতে;
পরিবারের কর্তার হাতে;
সমাজের হাতে;
নারী দিবস করে কি হবে বন্ধু?