ঝাঁঝালো রোদ
ক্ষীণ দৃষ্টিতে তির্যক পথ
সে পথে রয়েছে সমাজ
রয়েছে শত শত লোক।

বিচ্ছিন্ন হয়ে বন্দী জীবনচক্র।
এই সাধারণ;
পুরাতন;
জীবনখানা ভারী লাগে।
ভগ্ন দেহ; অবশ প্রায়।

শরীর বরাবর একটি উদ্যত তলোয়ার
এফোড় ওফোড় করে দিলে
কেমন লাগবে??
কেমন লাগবে তোমার?
আমার মতন?
যে যন্ত্রনা আমি পেয়েছি তেমন?
না তার থেকে কিছু বেশি?

তখন কি মনে পড়বে তোমার??
সেই যে দেয়া ভীষণ আঘাতটা??

দীর্ঘ পথ হেঁটে এসেছি;  
অর্ধ মৃত মন আর জরাগ্রস্থ শরীর নিয়ে।
কতটা পথ বাকী; জানা নেই।
কোথাও কি কেউ নেই?
কোথাও কি কেউ নেই?