সমস্ত জটিলতার বাইরে তুমি আছো
স্বর্গের শান্তি নিয়ে একলা
নয়তো স্বর্গ বলেও যে ব্যাপার আছে দুনিয়ায়
সেই বিবেক বুদ্ধি অধরাই থাকতো।
তুমি জানো তোমার চেহারা দেখলে
কোনদিন তুষারপাত না দেখা আমার চোখ;
তুষার ঝরার হিম শিতল শান্তির অনুভুতি
অন্তরে ছড়ায়।
মনেহয় ওইখানে থেকে যাই
যেখানে তুমি আর তোমার মুখখানা আছে
মুখের দিকে তাকিয়ে
কয়েকশো বছর সাধনা করে কাটিয়ে দিতে চাই
আহার নিদ্রা ছাড়া;
ধ্যানমগ্ন ঋষি হয়ে।
তোমার মঙ্গলের তরে
আমার জীবন
শুকনো ভাঙা পাথরের মতন
পাহাড়ের পাদদেশে পড়ে আছে
অন্যভুবনে।
তবু তোমার জীবনে
কেন এত জটিলতা বলতো ??