যা কিছু আছে এই দুনিয়ায়,
সেইগুলো অমরত্ব লাভ করে না,
এই দুনিয়ায় অমর বলে কিছু নাই,
ধ্বংস হয়; ক্ষয় হয়; পরিবর্তন হয়।
কেউ এগোচ্ছ না মানে,
পিছিয়ে যায় সমান সমান।
এইখানে মরে যাবার আগে
একটু ভালো থাকার জন্য;
যার যার জীবন
তার তার হাতে ভুলত্রুটি নিয়ে
এগোতে থাকে।
হাল ছাড়লে ডুবতে হয় মাঝ নদীতে।
মাটি যদি শক্ত না হয়
নিজের পায়ের তলায়,
বাতাসে ছড়ায়
মানসিক স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর গুজব।
বটবৃক্ষের মতন শিকড়ে শিকড়ে
মজবুত করা দরকার
এই ক্ষনস্থায়ী বসবাসের
স্থান।
কেমন ভবিষ্যৎ চাওয়া যেতে পারে তারপর,
নিশ্চল নাকি কর্মময়?
এইজন্যই বলি
লড়াই করতে হয় অদম্য মন নিয়ে।
যে নিজের সীমা ছাড়াতে জানে,
তার জন্য অপেক্ষা রয়েছে অনন্ত পথে।