যতই দিন যায়; যতই ভাবি;
পৃথিবীটা আরও রঙিন হোক;
ততই দুনিয়া সাদাকালো ফ্যাকাসে।
রঙের সাথে তো শত্রুতা নাই আমার।
আকাশে যতবার;
সাতরঙ রঙধনু ভাসে
প্রত্যেকবারই হতবাক হই।
আল্লাহ্র দুনিয়ায় কত কি আছে
সুখ শান্তি ছাড়া।
ওয়াটার কালারের মতন
পানি লাগলেই; একটু যে সুখ;
তাও ধুয়ে যায়; বৃষ্টিতে বাতাসে।
পাখিগুলার মতন এই আছে এই নাই।
পাগলের মনেও সুখ নাই আর।
ভালোবাসা মানেই ধিক্কার
ভালোবাসা মানেই
এক পক্ষের অগণিত অন্যায়।