মাকড়সার আটখানা পা নিয়ে
কিলবিল করে ঘুরতেছো তুমি
আমার মস্তিষ্কে,
আমার অন্তর বোঝে
মস্তিষ্কের কষ্টটা।
তুমি বোঝ না
তুমি তো ওস্তাদ
মস্তিষ্কে কড়াত চালাতে রোজ।

তোমার হীরকখচিত তলোয়ারের
আঘাতে আমি ধন্য
আমার হৃদয় ও তাই,
নিজের এই সৌভাগ্যে
নিজেই বিস্মিত
এতকাল
এই বোঝার বুদ্ধি ছিল কই।

বুকে তলোয়ার
আর
মাথার মধ্যে মাকড়সার
আটখানা পা নিয়ে
আমি যে অতিরিক্ত সুখী
সেটা বোঝার
অপারগতার
আমি দুঃখিত প্রিয়।