মাঝে মাঝে মনেহয় কারো ভালোবাসা পাওয়ারই যোগ্য আমি না,
মাঝে মাঝে ভালোবাসাটা অসম্ভব বোঝা লাগে।
মাঝে মাঝে ইচ্ছে হয়
মা আমার সাথে খারাপ ব্যাবহার করুক,
আশেপাশের সবাই অনেক রুড হয়ে যাক,
আমি অবহেলিত পাথর হয়ে পথের বাঁকে পড়ে থাকি।
পড়ে থাকতে থাকতে থাকতে
জীবনীশক্তি হারাই
তীব্র মৃত্যু যন্ত্রনায়।
তারপর সবাই ভুলে যাক।
কবরটা মিশে যাক মাটির সাথে।
তোমরা যারা পরিচিত অপরিচিত থাকবে,
আকাশ মাটি জনপদ দেখবে,
তাদের জন্য আমার পুরো জীবনের ভালোবাসা।
আমি কোন ছিটেফোটা ভালোবাসা চাই না।
কারো কাছ থেকে না।