কিছু কিছু জীবন পাথর
ঠিক এখন আমি যেমন।
স্থির অচল অনুভূতিহীন
দিন দিন।।  
অশেষ অসমাপ্ত!

আমার জীবন প্রতিটা মুহূর্ত
বাঁচার আপ্রান চেষ্টা করছে।
আমার জীবন;
চেষ্টা করছে কিছু সৌন্দর্য উপভোগ করার।
চেষ্টা করছে জীবন ভর
কিছু সন্মান পাওয়ার।  

কিছু ভুল স্মৃতি
হাওয়ায় উড়িয়ে দেয়ার।
প্রজাপতি দিন দেখার।  
মেঘ হয়ে ভাসার।  
সবাইকে ভালবাসার।।  

বিনিময়ে একটু মিষ্টি হাসি চাওয়া,
এক মগ কফি হাতে
একটি বিকেল পাওয়া।
একটি শ্বেত শুভ্র গন্ধরাজ
আর আলোকিত দিন।
একটু প্রকৃতি;  
একটু নিরিবিলি ।  
ভ্রমন করে পুরো পৃথিবী না হোক
কিছু অংশ দেখার।  


কিচ্ছু হলনা!!
এত চেষ্টার পর ও আজ
আমার জীবন পাথর।