তুমি আমার এই জনমে নাই
পর জনমে পাবো কি গো তোমারে?
ভাবতে ভাবতে ঘুম আসে।

ঘুম আসে চোখের পাতায় কাজলে,
ঘুম আসে ঘুম বালিশে,
ঘুম আসে কপালে, চুলে, মাথায়।

ঘুম আসে ব্যস্ত শহরের গাড়ির হর্নে,
ঘুম আসে নিয়নের আলোয় রাস্তায়;
ঘুম আসে সাদা দেয়ালের কোনে,
ঘুম আসে ভেজা মাঠে শিশির বিন্দু হয়ে।

তুমি আমার কোনখানে নাই,
কখনো ছিলে কি, কখনো ছিলে না তাই;
ঘুম আসে সমুদ্রের ঢেউয়ের মতো কানে কানে,
ঘুম আসে মেঘের ভিতর ছায়া হয়ে,
ঘুম আসে অচেনা গান তুমি।

ঘুম আসে মনের ভিতর, দুঃখগুলো নিয়ে,
ঘুম আসে সন্ধ্যায়,
ঘুম আসে তারা হয়ে রাতের আঁধারে।
ঘুম আসে পাখির ডানায়, উড়ে যেতে চাই দূর বহুদূরে,
ঘুম আসে ঝিঁঝিঁ পোকার থেমে থেমে সুরে।

ওগো, তুমি জানো?
আমার যে কোথাও কেউ নাই?

ঘুম আসে চোখে চোখে স্মৃতিতে তোমার রঙ,
ঘুম আসে অশান্তির গহিনে তোমায় না পাওয়া রোগ।
ঘুম আসে সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে,
ঘুম আসে পাখিদের বাসায়, দিন শেষে ক্লান্তিতে।
ঘুম আসে খোলা জানালায়, চাঁদের আলো মেখে,
ঘুম আসে নির্জন ঘরে, প্রতীক্ষার নিঃশব্দ আহ্বানে।