তুমি যা শুরু করেছ তাতে অন্তরের চাওয়া পাওয়া গুলো, কনস্ট্রাকশনের শব্দের মতন বিদঘুটে শব্দে হারিয়ে যাচ্ছে।
বিরক্ত হয়ে কিছুক্ষণ পর পরই ভাঙছে নীরবতা,
চার দেয়ালে বন্দী দীর্ঘশ্বাস ঘুরে ফিরে বারবার।
ক্লান্ত পাখি, খুঁজে ফেরে আশ্রয়,
আকাশটা দেখে একবার,
তারপর ডানা ঝাপটে নেমে আসে
বুকে জমে থাকা অনন্ত ক্লান্তি নিয়ে।

শব্দেরা এলোমেলো,
অনুভূতিগুলোও তাই,
তবুও,
হৃদয়ের গভীর থেকে যে দীর্ঘশ্বাস উঠে আসে,
তার কোন নির্দিষ্ট গন্তব্য নেই,
যেন একি ঘূর্ণির ভেতর হতাশা।
আসলে কি চাই না
আসলে কি অসহ্য
আসলে কোন কোনে
হারিয়ে গেছে আরাম
কোথায় লুকিয়ে আছে শান্তি।

শুধু প্রতিধ্বনি, শুধু ব্যস্ততা,
ভ্রান্তির পেছনে দৌড়াতে দৌড়াতে
ভুলে যাচ্ছি কিভাবে থামতে হয়,
শুনতে হয় নীরবতা।

শূন্যতায় লুকিয়ে আছে
ভালো ব্যবহার মিষ্টি কথা,
কিন্তু তুমি এতটাই ডুবে আছো
এলোমেলো শব্দের কোলাহলে,
আমি হারিয়ে ফেলছি দিন দিন নিঃশব্দ আশ্রয়।