তুমি যদি পাশে থাকতে
তবে জীবনটা কিন্তু এরকম হতো না।
ত্রিশ লক্ষ মাইল একা হাঁটা
মুখের কথা ভেবেছো?
দীর্ঘশ্বাস নিতে নিতে
তেরটা যুগ পার করে দেয়া তো ছিল;
আরো অসম্ভব ।
তুমি যদি পাশে থাকতে
সারাদিন হাজার কষ্টেও
অন্তত এটুকু ভাবতে পারতাম
আমি এখুনি মরে যাচ্ছি না।
প্রিয়;
ইদানীং আমি ঘন ঘন ক্লান্ত
হয়ে বসে পড়ি
ফুটপাতে;
হাত পা ছড়িয়ে কাঁদি ।
তবে;
কান্নাটাও যে আগের মত আসে
তা নয়।
উপলব্ধি করি
প্রতারনা।
আচ্ছা;
তুমি কতবার
আমার ছায়া মাড়িয়ে
রোদ্দুর হয়েছিলে বলতো!?
হয়তো
তোমার পৃথিবীতে
অঝোর ধারায়
বৃষ্টি ঝরেনি কভূ,
মহাকাল তবে
কি উপভোগ করে কাটালে?
অমাবস্যা??