তুমি বারবার চলে যাও
বারবার ফিরে আসো,
একদিন আমিও চলে যাব;
কিন্তু
আমি আর কোনদিন ফিরে আসবো না।