তোমার চেহারায়
অশান্তি আর অস্থির চালচলন;
কথার ভেতর স্পষ্ট আড়াল,
শাক দিয়ে মাছ ঢাকো তুমি।

হাসি আর কান্নার ভেতর
টিকে থাকার লড়াই।
প্রত্যেকটা রাত দিন ভাবি
কি হবে-
আমাকে দিয়ে?
কি হবে-
তোমাকে দিয়ে?

অনুভূতির আবর্তনে হারিয়ে
অস্বস্তির মাঝে কোথায় কোথায় সুখ?
আসো করি
হিসাব নিকাশ।
সাথে নিয়ে ঝড় তুফান;
সাথে নিয়ে রাতের সমুদ্র;
কালি মাখা অন্ধকার
গর্জনে গর্জনে মুখরিত ঢেউ।

এসব কথায়
হাসতে হাসতে মেঘের মধ্যে ভাসো—
আকাশে, পাতালে,
স্বর্গে নরকে।
দেখতে থাকি আমি;

আসো সমুদ্রে যাই
একত্রে ঝাঁপ দেই,
দুঃসাহসী তুমি!
দুঃসাহসী আমি!
যদি ফিরে আসি
আলাদা হবোনা কখনো।

তুমি কি রাজি?
যদি রাজি থাকো
এখুনি খুঁজে বের করো আমায়
আমি রাজধানীর এক কর্নারে বসে
তোমার ধ্যান করছি।