আমি ভাবছি,
আমার ভেতর কষ্টার্জিত দিন গুলো নিয়ে
কোন অভিযোগ নেই,
তবু জেনেই বেছে নিয়েছিলাম পথ,
যে পথে ছায়া পড়ে অন্ধকার।
আমি চেয়েছিলাম,
নিজের ভাঙা স্বপ্নের উপর দাঁড় করাতে
অন্যের স্বপ্ন।
চেয়েছিলাম ভাঙনের শব্দে
নিজেকে হারাতে।
তোমাকে বলেছিলাম,
সব শেষে প্রতিক্ষারা
ছুঁয়ে যাবে সুখ।
আমার চাওয়ায়
তুমিই শুধু ছিলে।
অথচ
তুমি চোখের জল
গুলোই দিলে।
আমি জানতাম না,
ভাঙনের গন্ধ ছড়িয়ে পড়ে
পোড়া গন্ধের মত,
আমার ভাঙনের গল্প তুমি লিখলে
মন বিধ্বংসী অস্ত্রে;
তুমি আমি ছিলাম একসাথে,
বিপরীত না জেনে।
তোমার মুখে মিথ্যে হাসি।
মনের কোণে জন্মায়নি অপরাধ?।
সময় বয়ে গেল নদীর স্রোতের মতো,
তোমার দেওয়া উপহার পড়ে থাকে ধুলোয়।
তুমি বলতে, মিথ্যে ভালোবাসি,
আমি চুপচাপ।
তুমি বুঝতে
আমার চুপ থাকা ছিল বাধ্যতামূলক।
তুমি অপরিবর্তনীয়,
বিত্ত বৈভবে এখনো বসে আছো,
অপেক্ষার পথে চেয়ে
আমার পেছন ফিরে দেখা
তোমার জন্য শেষ অভিনন্দন।
শেষ ট্রেন আসবে না জানি,
তবু তুমি প্রতীক্ষায় প্রহরে বেঁচে থাকবে।
কিছু সম্পর্ক থাকে
যা ফিরে আসে না,
তবু হারিয়েও যায় না।
আমাদের স্মৃতিগুলোর মত।
আমি জানি,
আমার কষ্টের গভীরতা।
তাই কিছু গল্প
চিরকাল অসীম ব্যথায় শেষ হয়।
এখানে স্বপ্নের মৃত্যু হয়,
এখানে মানুষও।