যুবক
তুমি ভালোবাসো বলে
বিশ্বাস-অবিশ্বাসে
দোদুল্যমান
তোমার সময়।
মন বাড়িয়ে শুনতে কি পাও
আমার ভাষা?
দেখতে কি পাও অস্তিত্ব?
অন্ধকারে ধরতে পারো ভাবনাগুলো ?
চোখের ভাষা বুঝতে পারো কি?
আনতে পারবে মেঘ থেকে
ঐ মেঘের ভেলা?
বলতে পারবে?
কয়টা নদী সৃষ্টি হলো;
এই দুঃখীনির চোখের জলে?
পারবে না তো ?
জানা কথা ।
মাথার মধ্যে ঢুকে আছে খুচরো আলাপ।।
নামটা দিয়েছে কে শুনি?
অসম্ভব শৈল্পিক কিন্তু!
আমার জন্য বন্ধ দুয়ারের ওপার থেকে
তোমাদের উচ্ছিষ্ট ভালোবাসা--
আছে বলেই;
আজকে আমি গুনে গুনে পঞ্চান্নবার সুখী।