আমার জীবনে একটাই বৈশাখ ছিল
ঐ একটাই বৈশাখ
আমার সমস্ত জীবন।
  
প্রথম জেনেছি হায়
ভালোবাসা কারে কয়!  
প্রথম অনুভব
পৃথিবী সুন্দর।।

ঐ একটা বৈশাখ ছিল
অপার্থিব কিছু।
বর্ণনা ভাষা কথোপকথন
ওই একটা বৈশাখ আঁকড়ে ধরে আছে।

ঐ একটা বৈশাখ
পথ যেন শেষ না হয় ভেবে
সে পাশে চিন্তিত আবেগে।
চোখ মুখ ভালো লাগা
ফ্লাইট মিস
রানওয়ে
দৌড়ে দৌড় দৌড়
সিকিউরিটি গার্ড  
কি একটা দিন ছিল!

ঐ একটা দিনই ছিল
আমার সমস্ত জীবনে।

বাসে; আমাকে সে ভালবাসে!!
ঠিক ওই সময়
পুরো জীবনের স্বপ্ন দেখে নিয়েছিলাম।
সবুজ ঘাস, টকটকে রোদ,  
সতেজ চা বাগান।
সবকিছু।