আমার চির পরিচিত আকাশ
হঠাৎ
বিপদ হয়ে, তীব্র খরা হয়ে,
মরীচিকা হয়ে,নিষ্ঠুর ঝড় হয়ে,
ভ্রান্ত মায়া হয়ে,অমানিশা রাত হয়ে,  
অপবাদ আর অপমান হয়ে,
বিপদজ্জনক শত্রু হয়ে,
মাথায় পড়লো ভেঙ্গে!
আমি আহত,
অবিশ্বাস্য';
নির্বাক অনেকক্ষণ।
ব্যথায় অসাড় হতে হতে,
ধংস হতে হতে
ভেঙ্গে গুড়িয়ে যেতে যেতে
ভাবি
ওটা একটা নিছক দুঃস্বপ্ন মাত্র।
আমার চির পরিচিত আকাশ
এতটা ভয়ানক
হতেই পারেনা।