দুর্গম পথ ক্রমাগত পাড়ি দেয়ার প্রক্রিয়ার নাম জীবন,
আমি কি এই মন ভুলানো ব্যাপারটা ধরতে পারিনি বুঝেছ?
পাষাণ সময়ের ফাঁকি আমি বুঝি
ওটা মস্ত বড় ভয় দেখানো খেলা।
পাষাণ তুমিও তাতে কি
ভালবাসা বেঁচে থাক।
চমৎকার একটা সময় কাটানোর
জন্য উন্মুখ হয়েছিলাম
১২ টা বছর।
সে আসেনি।।
তন্দ্রালোকের গোরস্থানে
কবর হয়েছে শূন্যতার।
আমি জানতাম
প্রকৃতি আমার অমঙ্গল চায় না।
তবু
স্বার্থপর বাতাসে বিভীষিকার আশংকা সত্ত্বেও
আমি তোমায় ভালোবাসি প্রিয়।