সময় ভীষন খারাপ যাচ্ছে
আঘাত আর ঘাত প্রতিঘাত বিপদে যাচ্ছে।
অতীত ভরা দুঃখ গুলো ঘুরে ঘুরে
ফিরে আসছে;
সময় আমার খারাপ যাচ্ছে।
আমি হাঁটতে হাঁটতে কষ্ট পাচ্ছি,
কথা বলতে কষ্ট পাচ্ছি
কাজ করতে কষ্ট পাচ্ছি
সামাজিকতা বজায় রাখতে কষ্ট পাচ্ছি
থেমে থাকতে কষ্ট পাচ্ছি,
সময় আমার ইদানিং খুব খারাপ যাচ্ছে।
আমার উপর ঝড় জলোচ্ছ্বাস বন্যা যাচ্ছে,
নির্ভেজাল সব বিপদ যাচ্ছে
সময় আমার বড্ড বেশি খারাপ যাচ্ছে।।
কাঁটায় কাঁটায় পা দুখানা জড়িয়ে যাচ্ছে,
নির্ভরতা হারিয়ে যাচ্ছে
স্বপ্ন গুলো মুখ থুবড়ে পরে যাচ্ছে
সময় আমার অতিরিক্ত খারাপ যাচ্ছে।।