একদিন
কতদিন;
কথা ছি্ল,
আশা ছিল,
ভাব ভালোবাসা ছিল,
সূর্যের আলো ভরা
ঘাস ফুল দিন।
আজ ও সব আছে
সাথে ব্যাথা অমলিন।
তখনো ছিলাম আমি
রাত জাগা পেঁচা।
শুধু এটুকুই বোঝার ভুল!
তোমার হাসি;
খুব বেশি যান্ত্রিক লাগে।
তুমি মৃত
কাক হয়ে যাও।