অন্ধের মত অনুসরণ করে তো লাভ হবেনা,
মন থেকে যে বের করে দিয়েছে
সে সামনে থেকেও বিজন বিজন দূর।
তাকে হাত বাড়িয়ে ধরতে পারলেও
তোমার ভালোবাসা তাকে
বিন্দু মাত্র স্পর্শ করবে না ।
চোখের জল ফেললে;
কিছু শান্তনা পাবে।
তাকে নয়।
ভালোবাসা হারানোর তীব্রতা
তোমায় যেমন ঘর ছাড়া করে দিলো,
তেমনি তাকে করেছে নির্লিপ্ত।
তার জীবনে এখন তুমি জঞ্জাল ছাড়া কিচ্ছু না।
সব কিছু সময়ের হাতে ছেড়ে দিয়ে
আপাতত তুমি ঘুরে আসো মেঘের দেশ থেকে।
সময় গুলো চলে যাক,
মুছে যা্ক,
নষ্ট হয়ে যাক,
জীবন থেকে ফিকে হয়ে যাক,
সময়ের নিষ্ঠুর তীব্রতা কে
আরও আরও মলিন হতে দাও।
তুমি বরঞ্চ আরও একটু সহ্য করে নাও
তোমার দুর্ভাগ্য কে।
জীবন খুব বেশি বড় তো নয়।