আমার দিবস রজনী কাটে না
তোমায় ছাড়া,
কাটে না কাটে না কাটে না।
আমার সমস্ত জীবন;
বরাবরই,
চিরটাকাল একা।
তুমি পাশে ছিলেনা কখনো,
তবু একা
বাঁচতে কষ্ট হয়।
তুমি নেই তাই;
চারদিকে
এত অশান্তি!
আবহাওয়াও খারাপ যাচ্ছে আজকাল!!।
এই বৃষ্টি! এই দম ফাটানো রোদ্দুর।
এই জলোচ্ছ্বাস!!এই বন্যা!!
হঠাৎ ভুমিকম্প!!
শত্রুরা আক্রমণ
করেই যাচ্ছে যুগ যুগ।
চলছে জঙ্গি হামলা।
যানজট! রাস্তা মেরামত।
আর অস্থির এই হৃদয় ভর্তি
বিরহ, বেদনা, কষ্ট।
ওগো তুমি শুনতে পাচ্ছ কি?
তোমায় ছাড়া একা একা
মরে মরে বাঁচি।।