আমার আকাশে মেঘ
উড়ে উড়ে ধুসর
বাতাসের চাপে যায় সরে,
সেখানে
পরক্ষনেই
জমাট বাঁধে
নতুন মেঘ।
মেঘে মেঘে কেটে যায় দিন।।
সূর্যের আলো ঢাকা পরে থাকবেই।
চিরকাল!!
চিরকাল আমার আকাশ ভর্তি মেঘে,  
শান্তি ঢাকা পরে থাকবেই।