আমার তোমার ভালোবাসার দরকার নেই,
তোমার ভালোবাসা আমাকে বাঁচাতে পারছে না।
আমি ধীরে ধীরে জীবনের দীপ নিভে যাওয়া
অন্ধকারে তলিয়ে যাচ্ছি,
তুমি তা থেকে আমায় তোলা দূর
আরও হেসে হেসে কাটিয়ে দিচ্ছ বেলা,
এই যদি হয় তোমার ভালোবাসা
তবে আমার তোমার ভালোবাসার দরকার নেই।
তুমি নিষ্ঠুর পাষাণ কোন এক,
দরকার নাই আমার তোমার ভালোবাসার
তুমি তোমার আনন্দময় রাজ্য নিয়ে থাকো।
নিয়তি আমার ভালোবাসা পাওয়ার জন্য নয়।।