আমার চলার পথ রোজ ধুলো বালির কুয়াশা
রোজ ভাঙ্গাচোরা
রোজ ভিক্ষুকের জ্বালাতন
রোজ পাঞ্জা লড়া অসহ্য জীবন।
রোজ মাথা ব্যথা,
রোজ অসুখ
রোজ তামাকের সস্তা গন্ধ পথে,
রোজ নিস্ফল
রোজ দীর্ঘশ্বাসে ভরপুর।।
তবু
বাতাসে তোমার গন্ধ,
হৃদয়ে তোমার গন্ধ,
ব্যথায় তোমার গন্ধ,
আতঙ্কে তোমার গন্ধ,
বিরহে তোমার গন্ধ,
ভাইরাস জ্বরে তোমার গন্ধ,
মরতে মরতে বেঁচে ফেরা রোজকার কষ্টে তোমার গন্ধ,
যন্ত্রনায় তোমার গন্ধ,
বিষাক্ত একাকী রাত্রিরে তোমার গন্ধ,
অবিশ্বাস্য তুমিহীন দিনযাপনে আমি......
তোমার গন্ধ পাই।
আর তুমি!!
তুমি আছো নিষ্ঠুর কোন পৃথিবীর স্বর্গে!!
যেখানে পথ চলতে তামাকের সস্তা গন্ধ নেই,
বাতাসে ধুলো নেই,
বাইরের রোদ্দুর নেই,
ভাইরাস জ্বর নেই,
আবেগ আর অস্তিত্ব নেই,
টানাপোড়েন নেই,
মাথা ব্যথা রোগ নেই,
অপেক্ষার প্রহর নেই,
অসহ্য কষ্ট নেই।
তোমার
বৈভবে আবৃত বোধহীন স্বর্গ...
যেথায়...
আমার মত সাধারনের
সেথায় প্রবেশ নেই।।