এমন দিন কি সত্যিই আসবেনা!
যেদিনের অপেক্ষায়
উপেক্ষিত  অপেক্ষারা
চেয়ে আছে!
কতকাল!!
কতকাল বিনিদ্র চাঁদ;
চেয়ে চেয়ে দেখেছে পৃথিবীর রাত।

রাত যদিও চাঁদের সাথে বন্ধুতা গড়ে তোলে
জোনাকিরা নেমে আসে তাই চাঁদের আলো জ্বেলে
এরপর

কতকাল যে সেই  আলো জ্বলে হায়,

তবু পৃথিবীর অন্ধকার
অন্ধকারই থেকে যায়।

তারপর
আর
কার খোঁজ রাখে কে কার !!
সব তেমনি চলে হায়
সব তেমনি চলে যায়,
শুধু জোনাকি চাঁদ আর উপেক্ষিত অপেক্ষারা থাকে
এমনই একদিনের অপেক্ষায়।