এখানে আকাশ ধুসর অবয়বে প্রতীয়মান
তবে;
অভিমান অভিযোগ যন্ত্রনা প্রতিশোধ
অযত্নে
দিন দিন যে বেড়েই চলেছে তা নয়,
শুধু;
দৃশ্যমান জগতের অদৃশ্য অন্তহীন মৌন অনুভুতি
প্রতিবাদ প্রতিরোধের অভিব্যক্তি  
বন্দী।
আর;
আহত,
ক্ষত বিক্ষত;
ক্রমাগত আঘাতে জর্জরিত
হৃদয়ের
মেঘে ঢাকা আকাশ
অন্ধকার তো হবেই।