কি যে ঝড় হয়ে তুমি এলে
ঝড়ই হয়ে আছো  
তোমাকে পাওয়ার বদলে
হারিয়েই যাচ্ছি।
কি যে এক যন্ত্রণা
যন্ত্রনায় যন্ত্রনায়
উত্থান পতন আমার,
অস্থির অনুতাপে দগ্ধ আমি  
তোমাকে ভুলে যেতে চাই।
আর পারছিনা।
তুমি চলে যাও
অন্য কোথাও ।