বাইরে হঠাৎ কুয়াশার মতো ধুসর বৃষ্টি ঝরছে
তোমার ওখানে রাত!!
আমি একঘেয়েমি কাজ করছি অফিসে
তুমি কি কর?
ঘুমাচ্ছ নিশ্চয়ই?
আমি গম্ভীর;
আর একা।
আমার ডেস্কের পাশেই
বিশাল এক জানালা
সেদিকে চোখ গেলেই
তোমার দূরত্ব অনুভব করি।
ব্যস্ত আমি তবু চোখে জল গড়ায় গো।
ভেতরে ভেতরে জানালা দিয়ে এক লাফে
চৌদ্দ তোলা থেকে সোজা নীচে পড়ে যাই।  
মনে হচ্ছে তুমি নীচে দাঁড়িয়ে…….
তুমি কবে আসবে?
কবে?
আমি অপেক্ষা করে ক্লান্ত
এসব থেকে মুক্ত হওয়া চাই,
না হলে হয়ত দেখা যাবে
চৌদ্দ তলা থেকে সত্যি সত্যি
লাফিয়ে পড়েছি বেজমেন্টে।
মন তো কতকাল আগেই
ঝাঁপিয়ে পড়েছে আগুনে।
আমি টিকে আছি নাম মাত্র।