একটু বিশ্রাম চাই আজ
কর্মক্লান্ত জীবনে একটু প্রশান্তি চাই,
রাত শেষে
আরও কিছুক্ষণ আলসেমিতে কাটিয়ে দিতে চাই বিছানায়।
ছাদের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে ভাবতে চাই,
আজকে আমার কোন তাড়া নেই।
শিডিউল মেপে মেপে চলতে হবেনা আজ।
আজ কিছুক্ষনের জন্য হলেও অবসর চাই আমি,  
একটু গান শুনতে শুনতে কাটিয়ে দিতে চাই বিকেল বেলা
বৃষ্টি এলে কফি হাতে ব্যালকনিতে বসে উপভোগ করতে চাই রবীন্দ্রসঙ্গীত ;
আজ আমি নিজের জন্য একটু সময় চাই
আজ আমি একটু অবসর চাই
ফোন হাতে নিয়ে তার জন্য অপেক্ষা করতে চাই
ক্লান্তিহীন;
আজ আমি একটু লিখতে চাই,
আমার পিসি নিয়ে হেয়ালি কিছু সময় কাটিয়ে দিতে চাই।  
একটা খুব রক্ত হিম করা হররর সিনেমা দেখতে চাই!
আমার একটু নিরিবিলি সময় দরকার
একান্ত নিজের মতো
কাটানোর কিছু সময় চাই আজ।
একটু খোলা জায়গায় দাঁড়িয়ে আকাশ দেখতে চাই।
আজ আমি একটু অবসর চাই।
একটু বিশ্রাম চাই আজ।