তোমরা আমার অতীত নিয়ে ঘেঁটোনা
সেখানে পরে আছে
আমার বিকারগ্রস্ত স্বার্থপর পরিবার,পরিজন,
বন্ধু বান্ধব ,আত্মীয় স্বজন।
চারপাশে ছিল
সদা আক্রমন কারীর এক
বিশাল জনগোষ্ঠী ।
আমি সে সব থেকে বেঁচে ফিরেছি
বহু কষ্টে, বহু বহু কষ্টে ।
তোমরা আমার বর্তমান নিয়েও
ঘেঁটো না
কারন
এখনও আমি পরে আছি
একই বিকারগ্রস্ত পরিবারে, সমাজে,
আক্রমণাত্বক জনগোষ্ঠীর মাঝে।
এখনও আমি বেঁচে রয়েছি
বহু কষ্টে, বহু বহু কষ্টে ।
আমি আমার অতীত চাইনা,
বর্তমান চাইনা
সময় চাইনা।
কিচ্ছু চাইনা।
আমার অতীত আমার বর্তমানের মত।
আমার বর্তমান আমার অতীত এর মত।
অতীত এর মত। অতীত এর মত। অতীত এর মত।
আমি আমার সময়টাকে থামিয়ে রাখতে চাই।
ভবিষ্যতের শান্তির আশায়।
আমি শান্তি প্রিয় মানুষ ।