কষ্ট আমার বিরতিহীন
কষ্ট অবিরাম;
কষ্ট আমার দুর্গতির
অশেষ পরিণাম।
কষ্ট আমার দিন
কষ্ট আমার রাত;
কষ্ট আমার অঝরধারা
কষ্ট বরশাস্নাত।
কষ্ট আমার ভালো মন্দ
কষ্ট আশীর্বাদ;
কষ্ট আমার অফুরন্ত
নেইতো কোন খাঁদ।
কষ্ট আমার দিন যাপনের
জীবন প্রণালী,
কষ্ট আমার দুর্দিন
আবার কষ্ট স্বর্ণালি।
কষ্ট আমার আমি
অন্ধ দিবাযামি,
কষ্ট আমার কষ্ট
আর কষ্ট আসামি।
কষ্ট আমার ব্যর্থতা
কষ্ট আমার শোক।
কষ্ট আমার প্রতিদিন
কষ্ট আমার রোগ।