শঙ্কায় ভর করে গিয়েছি বহুদুর
এসেছি ফিরে আবার শঙ্কা ভরে,
পুনরায় পুনরাবৃত্ত শঙ্কার ঘরে;
আমি একা পরে থাকি,
আমি একা ঘরে হাটি
আমি একা একা ভাবি
ভাবি আর কতদূর!?
আর নেই বুঝি দূর বেশি দূর!
অসহ্য শঙ্কায় ভর করে
আশঙ্কা করি আমি স্বাপ্নিক নই
কোন কালেও ছিলাম না ।
কল্পিত স্বপ্নের মোহে
আমি বাঁচিনি কোনোদিন
শুধু বাঁচার জন্য করেছি প্রার্থনা
বিধাতার কাছে
তবু;
ঘনিয়ে এসেছে রাত
এসেছে ফিরে অনাকাঙ্ক্ষিত
রাতে মৃত্যু দিন
অসম্ভব ছাড়া সত্যি মনে হয়নি কভু!!
যদিও ভাবিনি বাঁচবো চিরকাল।