তুমি এমন ভাবেই ফেলে দিলে আমায়,
যে একদম শত মাইল নীচে পরে গেলাম ।
আর দুই চোখের দৃষ্টিই
একসংগে অন্ধকার হয়ে গেল।
তারপর
অন্ধ চোখে
জলের ধারা বইতে বইতে
সাত সমুদ্র তের নদীর সৃষ্টি হল
আমার ঘরে।
আমি সেই সমুদ্রে
ডুবি ভাসি।
তুমি এমন ভাবেই ছেড়ে দিলে আমায়
যে আমি একবারে ডুবে গেলাম না,
আবার ভেসে ও রইলাম না,
শুধু ডুবে ভেসে,
ভেসে ডুবে থাকতে থাকতে
আমি উভচর হয়ে গেলাম।
সংগে আমার চারপাশের অন্ধকার
আরও ভীষণ কালো হয়ে গেল।
নীলাকাশ হয়ে গেল রঙহীন সাদা।
আর
সময়?
সময় সম্পূর্ণ অচল হয়ে থেমে রইল
অনন্ত কালের জন্য।