কিচমিচ করছে পাখিরা
কান ঝালাপালা অবস্থা;
অসুস্থ দুঃখরা।
বেদনাসিক্ত ভীতিকর পরিবেশ।
রুপকথার সাম্রাজ্য গড়ার স্বপ্নে বিভোর
বোকা আমি!
ক্লান্তি নিয়ে ভাবি,
ধুর!
হাস্যকর স্বপ্ন ,
ক্ষুধার্ত প্রতিশোধ
ভরহীন
নির্বিকার
হেঁটে চলে
বহুদুর
অজানার পথে।
স্নিগ্ধতা নিয়ে চেয়ে থাকে তিরস্কার,
এরই মাঝে
শত্রুরা
হাসতে হাসতে বলে
কি ব্যাপার
মন খারাপ??!!!