যখন মানুষের ভুল ধরি ;
ভুল ধরতেই থাকি।
কথা বলতে বলতে
আর থামিনা
শুধু শুনাইয়া যাই
কথা শুনাইতে যে আনন্দ সেই আনন্দ
তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।

ভালোরে খারাপ বইলা
খারাপেরে ভালো বইলা
হাজারো কথা শুনাই ।
সেই কথা যে মন গড়া হইতে পারে
সেই কথা যে সঠিক না তাও হইতে পারে
সেই কথা যে বিরক্তিকর হইতে পারে
সেই কথা যে প্রলাপের থেকেও জঘন্য হইতে পারে
সেই কথা যে কারো মন ভাঙ্গতে পারে
সেই কথা যে কারো ধ্বংসের কারন হইতে পারে
সেই কথা যে এক সময় কাংক্ষিত থাকা  
সীমা পার হইবার পর
মনে হইতেছে হইতে পারে,  
সেই কথা যে অন্যজন পারবে কেন
এই রকম হিংসার হইতে পারে।
কে বুঝাইবে!!  

সেও আমার মতন বঞ্চিত থাকুক।
সেও আমার মতন না পারুক।
সেও আমার মতন অকার্যকর হোক।
তারে ;
তার সাকসেসরে ঘৃণা কইরা
মনের অক্ষমতা ঢাকার বিফল চেষ্টায় মত্ত হইতে হইতে
নানান রকম কথা শুনাইতে যে আনন্দ
তাহাও তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।

মানুষের ভুল ধরায় বেজায় শান্তি
মানুষের ভুল ধরি হাঁটতে চলতে
রাস্তায় সিনেমায় বইমেলায়
রেস্তোরায়, নিজ দেশে,
কথায় কথায় চিন্তায় চেতনায়।

ভার্চুয়াল যে একটা দুনিয়া আছে
বিশাল দুনিয়া
সেই দুনিয়ায় ও কাউরে ছাড়িনা ।
কি লাভ ছাইড়া দিয়া।
কি লাভ শান্তিতে থাকতে দিয়া।

কাউরে মানুষ ভাবতে ভাবতেই দিন সারা
দুই চারটা শব্দ লিখছে যে
তার উত্তরে প্রতি উত্তরে যা খুশি ভৎসনা করতে পারি।
মনিটরের অপরপ্রান্তে কি কোন মানুষ আছে নাকি!!
এ্যা!
কিভাবে ওটা মানুষ হয় !!
মনিটরে তো মানুষ দেখিনা  
শব্দ দেখি;
একটা একটা শব্দ মিলে বাক্য
সেই বাক্যগুলোকে পড়তে পড়তে
বুঝতে পারি,
দীনহীন এই জাতির মাথায় গোবর ।
বাংলাদেশে জন্মাইছি বইলা
দেশরে ভালোবাসি বইলা
জাতি তুইলা গালি দিতে যে আনন্দ
তাও তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।


স্বর্গে বসবাসের সুখ
কি বুঝবে নরকের পাল।।